বদাউনে দুই হিন্দু শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে মুসলিম ধর্ম ত্যাগ করলেন উত্তর প্রদেশের এক তরুণী। হিন্দু ধর্ম গ্রহণ করার পাশাপাশি বিয়ে করলেন এক হিন্দু যুবককে। রীতি মেনে হিন্দু নাম গ্রহণ করলেন ওই যুবতী।
খবর অনুযায়ী, হিন্দু ধর্ম গ্রহণ করা ওই মুসলিম যুবতী উত্তর প্রদেশের সীতাপুর জেলার খাইরাবাদ থানা এলাকার বাসিন্দা। বছর দুয়েক আগেই মহেশ নামে এক হিন্দু যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একসময় হিনা তাঁর প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু সে কথা বাড়িতে জানাতেই বিপদে পড়েন হিনা। তাঁর পিতা তাহির আলী বাধা দেন। এমনকি জোর করে মুসলিম যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এরই মধ্যে বদাউনে দুই হিন্দু শিশুকে নৃশংসভাবে হত্যা করে সাজিদ ও জাভেদ। সেই হত্যার ঘটনায় মর্মাহত হন হিনা। সিদ্ধান্ত নেন যে আর দেরি করবেন না। ইসলাম ধর্ম ত্যাগ করবেন এবং প্রেমিককে বিয়ে করবেন।
সেই কথা জানাতেই এগিয়ে আসেন একটি হিন্দু সংগঠনের নেতা ও কর্মীরা। সীতাপুর শহরের কালী মাতা মন্দিরে বিয়ের আয়োজন করা হয়। বিবাহের পূর্বে রীতি মেনে হিন্দু ধর্ম গ্রহণ করেন হিনা। নাম রাখেন সঙ্গীতা। উল্লেখ্য, বদাউনে খুন হওয়া হিন্দু শিশুর মায়ের নাম অনুযায়ী নিজের হিন্দু নাম ‘সঙ্গীতা’ বেছে নেন হিনা।
এরপরই মহেশের পরিবারের সদস্য ও হিন্দু সংগঠনের সদস্যদের উপস্থিতিতে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঙ্গীতা। উপস্থিত সকলেই তাদের আশীর্বাদ করেন এবং নানা উপহার তুলে দেন। মহেশের পরিবার নববধূকে পরিবারে স্বাগত জানান।