গাজিয়াবাদ: হিন্দু তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ‘বয়ফ্রেন্ড’ জুনেদ ও তাঁর ৩ বন্ধু



Updated: 07 December, 2023 7:22 am IST

চরম ঘৃণার শিকার হয়ে গণধর্ষিতা হলেন এক হিন্দু তরুণী। বয়ফ্রেন্ড জুনেদ ও তাঁর তিন বন্ধুর দ্বারা গণধর্ষিতা হলেন এক হিন্দু তরুণী(২৩)। গত ২রা ডিসেম্বর ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের গাজিয়াবাদের অন্তর্গত ত্রোনিকা থানা এলাকায়।

জানা গিয়েছে, জুনেদ নামে এক মুসলিম যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই হিন্দু তরুণীর। গত ২রা ডিসেম্বর, স্কুটার চালানো শেখানোর জন্য ওই হিন্দু তরুণীকে ডেকে পাঠায় জুনেদ। ওই হিন্দু তরুণী তাঁর এক মুসলিম বান্ধবীর সঙ্গে স্কুটারে চেপে ওই এলাকায় পৌঁছে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলো জুনেদ। জুনেদ বেশ কিছুক্ষন স্কুটার চালানো শেখায়। তারপর ঘটনাস্থলে হঠাৎই তিন যুবক এসে পৌঁছায়। কিছু বুঝে ওঠার আগেই ওই হিন্দু তরুণীর মুখ চেপে একটি ঝোপের আড়ালে নিয়ে তাঁরা। তারপর একে একে তিনজন মিলে লাগাতার ধর্ষণ করতে থাকে ওই তরুণীকে। এক সময় জ্ঞান হারিয়ে ফেলেন ওই তরুণী।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই তরুণী জানিয়েছেন যে তাঁর উপরে যখন পাশবিক অত্যাচার চালানো হচ্ছিলো, সেই সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন বয়ফ্রেন্ড জুনেদ। বাঁচানোর জন্য চিৎকার করলেও এগিয়ে আসেনি জুনেদ কিংবা তাঁর মুসলিম সহকর্মী।

ইতিমধ্যে ওই হিন্দু তরুণীর দায়ের করা অভিযোগ(FIR No- ৬৮২/২০২৩)-এর ভিত্তিতে পুলিশ তিন যুবক এবং বয়ফ্রেন্ড জুনেদকে এক এনকাউন্টারের পর গ্রেপ্তার করেছে।

সাংবাদিক সম্মেলনে গাজিয়াবাদ পুলিশের এক শীর্ষকর্তা জানান যে ওই তরুণীর বয়ানের ভিত্তিতে বয়ফ্রেন্ডকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জুনেদ তাঁর এক বন্ধুর নাম জানায়। তাকে জেরা করে বাকিদের খোঁজ পাওয়া যায়। পরিকল্পনা করেই নিজের প্রেমিকাকে গণধর্ষিতা করিয়েছে জুনেদ। যাতে কেউ সন্দেহ না করে, সে জন্য ওই তরুণীকে প্রথমে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

উল্লেখ্য, ওই হিন্দু তরুণী আদতে দিল্লীর বাসিন্দা। কর্মসূত্রে গাজিয়াবাদে থাকতেন। তাঁর এক মুসলিম সহকর্মী(যিনি ঘটনার দিন উপস্থিত ছিলেন) জুনেদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরে জুনেদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর।