Hindu Voice Team: খেলার ছলে বন্ধুদের সঙ্গে আম বাগানে ঢুকে পড়েছিল কয়েকজন হিন্দু কিশোর। বাগান থেকে কয়েকটি আমও নিয়েছিল তাঁরা। কিন্তু বাগান মালিক এক কিশোরকে ধরে ফেলেন। সেই বাগান মালিক ও তাঁর কর্মীদের বেধড়ক মারধর করার কারণে মৃত্যু হয় ওই কিশোরের, এমনই অভিযোগ। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার শিবদাসপুর থানার অন্তর্গত আটিসারা গ্রামের। জানা গিয়েছে, …