
Hindu Voice Team: দীর্ঘ সাত বছর আদালতের চক্কর কেটেও ন্যায় পেলেন না পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ঘোড়ই পরিবার। পুলিশের গাফিলতিতে যথেষ্ট তথ্য প্রমাণ আদালতে উপস্থিত না করার কারণে ছাড়া পেয়ে গেলেন অভিযুক্ত হামিদুল আলী। বর্তমানে কী করবেন, তা বুঝে উঠতে পারছেন হতদরিদ্র হিন্দু পরিবারটি। ২০১৮ সালের ২রা জুন তমলুক থানার অন্তর্গত চিয়াড়া গ্রামের একটি খড়ি …
Continue reading "তদন্তে গাফিলতি, ছাড়া পেলেন হিন্দু নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্ত হামিদুল আলী"

Hindu Voice Desk: পুত্র পাশের গ্রামের এক মুসলিম তরুণীকে ভালোবেসে বিয়ে করেছেন। নিরাপত্তার অভাব বোধ করায় এলাকা ছেড়ে পালিয়েছেন তাঁরা। আর তাতেই ক্ষিপ্ত ওই মুসলিম তরুণীর পরিবার। সেই রাগেই ওই হিন্দু যুবকের মায়ের উপরে নেমে এলো নির্যাতন। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি বেধড়ক মারধর করার পর নগ্ন করে রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়া হয়। গত …