এক বিবাহিতা দলিত হিন্দু মহিলাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠলো রাজস্থানের বারমের জেলায়। এক দলিত মহিলাকে ধর্ষণ করে আগুন দিয়ে হত্যা করার অভিযোগে পুলিশ শকুর খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার ওই মহিলাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক শকুর খান। ধর্ষনের পরে ওই মহিলার মুখে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত যুবক। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ওই মহিলার গায়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ওই মহিলাকে।
কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওই মহিলাকে যোধপুরের হাসপাতালে স্থানন্তরিত করা হয়। সেখানেই শুক্রবার ওই মহিলার মৃত্যু হয়। চিকিৎসকদের কথায়, অ্যাসিডের কারণে ওই মহিলার মুখের অনেকটাই গলে গিয়েছিল। আগুনে দেহের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসা করা হলেও যন্ত্রণা সহ্য করতে পারেননি ওই মহিলা।
ওই দলিত মহিলার স্বামীর অভিযোগ, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ছেলেমেয়েরা স্কুলে গিয়েছিল। সেই সুযোগে বাড়িতে ঢুকে মুখ চাপা দিয়ে ধর্ষণ করে অভিযুক্ত শকুর খান। পরে মুখে অ্যাসিড ঢেলে এবং গায়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে তাকে।
এদিকে ঘটনার কথা জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত শকুর খানকে গ্রেপ্তার করে পুলিশ। বারমেরের অতিরিক্ত পুলিশ সুপার নিতেশ আর্য জানান যে ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার পাশাপাশি SC/ST আইনে মামলা দায়ের করা হয়েছে।
Image Credits: Organiser Weekly