ভুবনেশ্বরে হিন্দু প্রেমিকাকে খুন, গ্রেপ্তার মুর্শিদাবাদের রাজমিস্ত্রী রাজু শেখ ও তাঁর দুই বন্ধু



Updated: 13 April, 2024 4:02 am IST

ওড়িশার ভুবনেশ্বরে এক হিন্দু তরুণীকে খুনের ঘটনার তদন্তে নেমে পশ্চিমবঙ্গের এক মুসলিম যুবক ও তাঁর দুই সঙ্গীকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতরা রাজমিস্ত্রী হিসেবে ওড়িশায় কাজে গিয়েছিল।

জানা গিয়েছে, গত ৫ই এপ্রিল ভুবনেশ্বরের দয়া নদী থেকে এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ ওই তরুণীর পরিচয় জানতে পারে। ওই তরুণীর নাম ভাগ্য ডাকুয়া(১৯)। সে গঞ্জাম জেলার বাসিন্দা।

এরপরেই তরুণীর পিতাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওই তরুণী কয়েকমাস আগেই প্রেমিকের সঙ্গে ঘরে ছাড়ে। অনেক বাধা দেওয়া সত্বেও সে তাঁর প্রেমিকের সঙ্গে চলে যায়। তরুণীর পিতা আরও জানায় যে তাঁর মেয়ে পশ্চিমবঙ্গের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল।

পরে ওই তরুণীর মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখে রাজু শেখ নামে এক যুবককে চিহ্নিত করে পুলিশ। রাজু শেখকে পরের দিনই ভুবনেশ্বর শহরের প্রান্তে শিশুপালগড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে তাঁর দুই সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় যে ধৃত রাজু শেখ আদতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। সে কয়েকবছর ধরেই ভুবনেশ্বরে রাজমিস্ত্রীর কাজ করছে। ভূবনেশ্বরে থাকার সুবাদে ওই তরুণীর সঙ্গে আলাপ হয় তাঁর। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় ওই হিন্দু তরুণী বাড়ি ছেড়ে চলে আসে রাজু শেখের সঙ্গে। তাঁরা দুজনে একটি ভাড়া ঘরে থাকতে শুরু করে। পরে দুজনের মধ্যে সমস্যা হওয়ায় রাজু শেখ খুন করে ওই তরুণীকে। তারপর দেহ লোপাট করতে দয়া নদীতে ফেলে দেয়।