ফ্রান্স: পার্কে শিশুদের এলোপাথাড়ি কোপালো সিরিয়ান শরণার্থী আবদুল মসিহ



Updated: 10 June, 2023 7:07 am IST

শরণার্থীদের জ্বালায় অতিষ্ঠ পুরো ইউরোপ। এবার সদ্য একটি বর্বর ঘটনার খবর এলো ফ্রান্স(France) থেকে। পার্কে ঢুকে ছোট ছোট শিশুদের এলোপাথাড়ি কোপাতে থাকে এক ব্যক্তি। পরে ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম আবদুল মসিহ।

জানা গিয়েছে, গত ৮ই জুন ফ্রান্সের অ্যানেসি শহরের একটি পার্কে ভ্রমণে এসেছিলেন একটি স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা। স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ, ছুরি নিয়ে ছোট ছোট ছেলেময়েদের উপরে ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি। একের পর এক শিশুকে এলোপাথাড়ি কোপাতে থাকে সে। পরে পার্কে থাকা নিরাপত্তারক্ষীরা ধরে ফেলেন ওই ব্যক্তিকে।

খবর অনুযায়ী, এলোপাথাড়ি ছুরির কোপে মোট ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন শিশু এবং ১ জন প্রাপ্তবয়স্ক। আহত শিশুদের প্রত্যেকের বয়স তিন থেকে পাঁচ বছর। তাদের মধ্যে দুইজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

প্রকাশিত খবরে জানা গিয়েছে, ধৃত আবদুল মসিহ আদতে সিরিয়ার নাগরিক। কয়েক বছর আগে আশ্রয় চেয়ে ফ্রান্সে আসে সে। শরণার্থীদের জন্য দেওয়া সরকারের সুযোগ সুবিধা নিয়ে ফ্রান্সে বসবাস করছিল আবদুল। তাঁরই মধ্যে পার্কের নিরীহ শিশুদের উপরে নৃশংস আক্রমণের ঘটনা ঘটালো সে। ধৃত আবদুল কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।