পূর্ব মেদিনীপুর: মুসলিম তরুণীকে বিয়ে করায় হিন্দু যুবকের মায়ের উপরে হামলা, নগ্ন করে হাঁটানো হলো রাস্তায়



Updated: 28 December, 2024 6:05 am IST

Hindu Voice Desk: পুত্র পাশের গ্রামের এক মুসলিম তরুণীকে ভালোবেসে বিয়ে করেছেন। নিরাপত্তার অভাব বোধ করায় এলাকা ছেড়ে পালিয়েছেন তাঁরা। আর তাতেই ক্ষিপ্ত ওই মুসলিম তরুণীর পরিবার। সেই রাগেই ওই হিন্দু যুবকের মায়ের উপরে নেমে এলো নির্যাতন। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি বেধড়ক মারধর করার পর নগ্ন করে রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়া হয়। গত ২০শে ডিসেম্বর তারিখে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর গ্রামে।

ছবি: অভিযুক্তদের নামের তালিকা

থানায় দায়ের করা অভিযোগে ওই মহিলা জানিয়েছেন যে ধারালো অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। তাঁর বাড়িতে থাকা মুদিখানা দোকান লুটপাট করা হয়। তাঁর উপরে নির্যাতন চালানো হয়। চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয়। ওই মহিলার মাথায় আঘাত করা হয়।

ওই মহিলার দেওয়া বিবরণ অনুযায়ী, ধারালো কাটারি দিয়ে তাঁর বাম পায়ে কোপ মারা হয়। কাটারির কোপে ওই মহিলার বাম পায়ের আঙ্গুল কেটে যায়। তারপর ওই মহিলাকে নগ্ন করে রাস্তায় টানতে টানতে ওই মুসলিম পরিবারের সদস্যরা তাঁদের বাড়ির দিকে নিয়ে যায়। ওই মহিলার চিৎকারে আশেপাশের কিছু হিন্দু দৌড়ে আসে এবং ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আপাতত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে তিন জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বর্তমানে ওই হিন্দু মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।