ছত্তিশগড়: দাঙ্গায় ছেলেকে হারিয়েছিলেন, বিজেপির টিকিটে বিধায়ক হলেন দিনমজুর ঈশ্বর সাহু, হারালেন নামী কংগ্রেস নেতাকে



Updated: 05 December, 2023 3:41 am IST

এবারের ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের ফলাফল সব হিসাব উল্টে দিয়েছে। এক্সিট পোল এবং কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতিকে হেলায় উড়িয়ে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। আর এবারের নির্বাচনে বেশ কয়েকজন বিজেপি প্রার্থীর জয় চমকে দিয়েছে সারা ছত্তিশগড়কে। তেমনই একজন হলেন ঈশ্বর সাহু(Ishwar Sahu)।

ঈশ্বর সাহু সাজা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন। তাঁর বিপক্ষে ছিলেন সাত বারের কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্র চৌবে। কিন্তু সকলকে চমকে দিয়ে কংগ্রেস প্রার্থীকে ৫, ১৯৬টি ভোটে পরাজিত করেছেন। জিতে বলছেন, ‘কংগ্রেসের পরাজয়ে ছেলের আত্মা শান্তি পেলো’।

উল্লেখ্য, জীবনে কোনোদিন রাজনীতির ময়দানে নামেননি ঈশ্বর সাহু। পেশায় দিনমজুর ঈশ্বর সাহুর জীবন ছিল সাদামাটা। দিন আনি-দিন খাই ঈশ্বরের জীবন উলোট পালট হয়ে যায় ছেলের মৃত্যুতে। উন্মত্ত মুসলিম জনতা তরোয়াল দিয়ে কুপিয়ে খুন করে ঈশ্বরের ছেলে ভুবনেশ্বর সাহুকে। সেই সময় পাশে দাঁড়াননি কংগ্রেস নেতারা। মুসলিম জনতা যখন গ্রামের হিন্দুদের বাড়িঘরে আগুন দিচ্ছিলো, তখন নীরব দর্শক ছিলেন ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের নেতা-মন্ত্রীরা।

এই বছরের এপ্রিল মাসে সাজা কেন্দ্রের অন্তর্গত বিরানপুর গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে। খবর অনুযায়ী, স্কুল থেকে ফেরার পথে একজন মুসলিম ছাত্রের সাইকেলে অসাবধানবশত একজন হিন্দু ছাত্রের সাইকেল ধাক্কা মারে। তাতে কেউই আহত হয়নি। কিন্তু কেন সাইকেলে ধাক্কা মারা হলো, এই অজুহাতে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে মুসলিম জনতা। নিরীহ হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর চালানো এবং আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। অনেকেই পালিয়ে বাঁচলেও উন্মত্ত মুসলিম জনতা ধরে ফেলে ভুবনেশ্বর সাহুকে। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় তাকে ,পরে পুলিশ গিয়ে তাঁর দেহ উদ্ধার করে।