পূর্বপুরুষের শিকড়ে ফেরার স্রোত অব্যাহত। এবার হিন্দু ধর্ম গ্রহণ করলেন বিহারের এক মুসলিম তরুণী। হিন্দু ধর্ম গ্রহণ করার কারণও জানালেন ওই তরুণী। ওই তরুণী বলেন, ‘ইসলামে মহিলাদের সম্মান নেই। তাই হিন্দু ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’
শুধু তাই নয়, হিন্দু ধর্ম গ্রহণের পর নিজের হিন্দু প্রেমিককে বিয়ে করেছেন তিনি।
শামা পারভিন বিহারের বক্সার জেলার বাসিন্দা। বছর খানেক আগে এক বিয়ের অনুষ্ঠানে তাঁর সঙ্গে পরিচয় হয় শিবম নামে এক হিন্দু যুবকের। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
শামা জানান যে কিছুদিন আগে তাঁর পরিবারের তরফে তাকে বিয়ে দেওয়ার কথা জানানো হয়। তাঁর এক ‘চাচাতো’ দাদার সঙ্গে বিয়ে দেওয়ার কথা চূড়ান্ত হয়। আর তা জানার পরই হিন্দু ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন শামা।
প্রেমিকের সঙ্গে চলে আসেন উত্তর প্রদেশের রায় বরেলিতে। সেখানেই এক আশ্রমে শুদ্ধি অনুষ্ঠান সম্পন্ন হয় শামার। হিন্দু ধর্ম গ্রহণের পর নিজের হিন্দু নাম ‘পুনম’ বেছে নেন শামা।
পরে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের।
হিন্দু ধর্ম গ্রহণ করার কারণ হিসেবে পুনম ওরফে শামা জানান যে ইসলামে মহিলাদের সম্মান নেই। তিন তালাক ও নিকাহ হালালার মত প্রথা মুসলিম মেয়েদের জীবনকে নরক বানিয়ে ছেড়েছে।