১৭ বছর ধরে ভারতে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারী ফাতিমাকে গ্রেপ্তার করলো পুলিশ



Updated: 21 April, 2023 4:57 am IST

ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ এবং বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ফাতিমা ওরফে আমিনাকে গ্রেপ্তার করলো পুলিশ। সেই সঙ্গে ওই মহিলার তিন কন্যাকেও গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ই এপ্রিল সোমবার তাদেরকে মোরাদবাদ থেকে গ্রেপ্তার করে উত্তর প্রদেশ পুলিশ। ধৃতদের কাছ থেকে ভারতীয় আসল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, শ্রম কার্ড ইত্যাদি উদ্ধার করেছে পুলিশ।

ধৃত ফাতিমা ওরফে আমিনা জেরায় জানায় যে প্রায় ১৭ বছর আগে বাংলাদেশে স্বামীর মৃত্যু হয়। তারপর কাজের সন্ধানে দালাল ধরে তিন নাবালিকা কন্যাকে নিয়ে ভারতে চলে আসে সে। ভারতে এসে আশ্রয় নেয় মিরাটে। সেখানেই একটি মাংস কারখানায় কাজ নেয় সে। সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয় বয়সে ছোট নিসারের সঙ্গে। পরে দুজনে বিয়েও করেন।

জেরায় ফাতিমা আরও জানায় যে বিয়ের পর তাঁরা মিরাটে থাকছিলেন। বিগত ৬ মাস আগে মোরাদাবাদের কটঘর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন ফাতিমা। এমনকি নিসার উদ্যোগ নিয়ে তাঁর এবং তাঁর তিন মেয়ের আসল আধার কার্ড, প্যান, ভোটার কার্ড বানিয়ে দেয়। পরে সেই নথি ব্যবহার করে খোলা হয় ব্যাংক অ্যাকাউন্ট।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাতিমাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে তাঁর তিন কন্যা রিহানা, গুলশন এবং আর্শিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ফাতিমার স্বামী নিসারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৭১ ধারার পাশাপাশি বিদেশি আইনের ১৪সি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।