বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্ম স্থানে দুষ্কৃতী হামলা অব্যাহত। এবারে কিশোরগঞ্জ জেলার একটি হিন্দু মন্দির দুষ্কৃতীদের হামলার শিকার হলো। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একটি হিন্দু মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত দিলালপুর গ্রামে রয়েছে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির। গত ১৮ই মার্চ গভীর রাতে ওই মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে মন্দিরটি পুড়ে ছাই হয়ে যায়। মন্দিরের ভিতরে থাকা কালী মাতা এবং ভগবান শিবের প্রতিমা পুড়ে যায়।
স্থানীয় হিন্দুরা জানিয়েছেন যে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মন্দিরে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা মন্দিরে আগুন দিয়েছে, সে সম্বন্ধে কারোর ধারণা নেই।
ইতিমধ্যেই স্থানীয় থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তারির কোনও খবর নেই।