আসাম: ২ হিন্দু নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, একজনের মৃত্যু; গ্রেপ্তার ২ মুসলিম যুবক



Updated: 05 July, 2023 10:30 pm IST

পাশবিক ঘটনার স্বাক্ষী হলো আসামের হাইলাকান্দি জেলার। স্কুল পড়ুয়া দুই হিন্দু নাবালিকাকে অপহরণ ও পরে গণধর্ষণ করলো ৫ মুসলিম যুবক। পরে এক নাবালিকার মৃত্যু হয়। অন্য নাবালিকা বর্তমানে চিকিৎসাধীন। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ৩ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই দুই হিন্দু নাবালিকা মোহনপুর অভয়চরণ এমই স্কুলের ছাত্রী। তাদের একজনের বয়স ১৪ বছর এবং অন্যজনের বয়স ১৬ বছর। গত মঙ্গলবার, ৪ঠা জুলাই স্কুল থেকে ফেরার পথে তাদেরকে অপহরণ করে ৫ থেকে ৬ জন মুসলিম যুবক। তারপর তাদেরকে টেনে নিয়ে যাওয়া হয় রোসকান্দি বাগানের পাশের জঙ্গলে। সেখানে তাদেরকে গণধর্ষণ করে ওই যুবকরা। তারপর তাদেরকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।

পরে চা বাগানের কর্মীরা ওই নাবালিকাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় ১৪ বছর বয়সী নাবালিকার। অন্য জন বর্তমানে চিকিৎসাধীন।

এদিকে ঘটনার পর এক মুসলিম যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জাবির আহমেদ বড় ভুঁইয়া এবং আনসার উদ্দিন মজুমদার নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা সকলেই বর্ণি ব্রিজ এলাকার বাসিন্দা। অন্যদিকে ঘটনায় অন্য এক অভিযুক্ত জুবের আহমদ তালুকদার বর্তমানে পলাতক। তাঁর খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। তাঁর সম্বন্ধে জানতে ফেসবুক পেজে পোস্ট করেছে হাইলাকান্দি পুলিশ।

এদিকে মৃত্যু হওয়া নাবালিকার দেহ বুধবার রাতেই গ্রামে নিয়ে আসা হয়। গ্রামের শ্মশানে শেষ কৃত্য হয় তাঁর। মৃতা নাবালিকাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিশাল সংখক মানুষ।

The above article is composed based on inputs from Hindu Post.

CLICK HERE to read the original Story