লাভ জিহাদ(Love Jihad)-এর একটি ঘটনা সামনে এসেছে আসামের নওগাঁ জেলা থেকে। লাভ জিহাদের ফাঁদে পড়ে বাড়ি ছেড়ে প্রেমিক রামিজুল ইসলামের সঙ্গে কেরালা পালিয়ে গিয়েছিলেন পূজা। পরে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কেরালা থেকে পূজাকে উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে রামিজুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, রামিজুল ইসলাম নিজের মুসলিম নাম ও পরিচয় গোপন করে ফেসবুকে হিন্দু নাম দিয়ে একটি প্রোফাইল খোলে। ফেসবুক প্রোফাইলে নাম রাখে ‘মুন্না গগৈ’। ফেসবুকের সেই প্রোফাইলের সূত্রে আলাপ হয় পূজা বোরার সঙ্গে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তারপর মাস দুয়েক আগে একদিন হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান পূজা। পূজার পরিবার মেয়ের কোনও খোঁজ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে কেস দায়ের করে তদন্ত শুরু করে।
তদন্তে পুলিশ পূজার মোবাইল লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে পূজা বর্তমানে কেরালায় রয়েছে। সেই মতো নগাঁও পুলিশের একটি দল কেরালার এর্ণাকুলাম জেলায় পৌঁছে যায়। সেখানে একটি বাড়ি থেকে পূজা বোরাকে উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে ট্রানজিট রিমান্ডে আসামে নিয়ে আসা হয়।
প্রাথমিক জেরায় মুন্না গগৈ জানায় যে তাঁর আসল নাম রামিজুল ইসলাম। সে বিবাহিত এবং তাঁর তিন সন্তান রয়েছে। সে নিজের পরিচয় গোপন করে হিন্দু নাম ও পরিচয় ব্যবহার করে পূজাকে প্রেমের ফাঁদে ফেলেছিল। তারপর পূজাকে বিয়ে করার উদ্দেশ্যে কেরালা পাড়ি দিয়েছিল।
আপাতত পুলিশ হেফাজতে রয়েছে রামিজুল ইসলাম।