ফের একবার আফগানিস্তানে নেমে এলো জিহাদি তালিবানের বর্বরতা। গান সম্প্রচার করার অপরাধে রেডিও স্টেশন বন্ধ করে দেওয়া হলো। ফলে কাজ হারালেন রেডিও স্টেশনটিতে কাজ করা কর্মীরা। গতকাল সোমবার এমনই খবর প্রকাশ করেছে আল জাজিরা।
উল্লেখ্য, ‛সদাই বানওয়ান’ নামে রেডিও স্টেশনটি উত্তর-পূর্ব আফগানিস্তানের দারী শহর থেকে তাদের কার্যক্রম সম্প্রচার করতো। ‛সদাই বানওয়ান’ কথার অর্থ হলো মহিলার কন্ঠস্বর। এটি প্রায় দশ বছর ধরে সুনামের সঙ্গে চলে আসছিল। এটি ছিল মহিলাদের দ্বারা পরিচালিত একটি রেডিও স্টেশন। রেডিও স্টেশনের আট জন কর্মীর মধ্যে ছয় জন ছিলেন মহিলা। তালিবান(Taliban) ক্ষমতা দখল করার পরই মহিলাদের উপরে নেমে এসেছিল নানারকম নির্যাতন। এবার সেই তালিকায় যুক্ত হলো রেডিও স্টেশন।
তালিবানের অভিযোগ, রেডিও স্টেশনটি বারবার ইসলামিক নিয়ম লঙ্ঘন করে অনুষ্ঠান সম্প্রচার করে আসছিল। বিশেষভাবে রমজান মাসের দিনের বেলায় গান সম্প্রচার করা হচ্ছিল, যা ইসলামিক নিয়মের বিরোধী। যদি ঐ রেডিও স্টেশন ইসলামিক নিয়ম মেনে সম্প্রচার করতে রাজি হয়, তবে পুনরায় রেডিও স্টেশন চালানোর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন তালিবানের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান ময়েজুদ্দিন আহমদি।
রেডিও স্টেশনের ম্যানেজার নাজিয়া সরোশ তালিবানের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আমরা কোনোরকম ইসলামিক নিয়ম লঙ্ঘন করিনি। চক্রান্ত করে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং রেডিও স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি রমজানের মাসে গান সম্প্রচার করার অভিযোগকেও অস্বীকার করেছেন নাজিয়া।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে আফগানিস্তানের নির্বাচিত সরকারকে হঠিয়ে ক্ষমতা দখল করে তালিবান জিহাদিরা। তারপরই দেশটিতে মানবাধিকার বলে আর কিছুই অবশিষ্ট নেই। সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে একাধিক বিধিনিষেধ। এমনকি আফগানিস্তানজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র খাদ্য সংকট। বিশেষ করে টার্গেট করা হয়েছে মহিলাদের। মহিলাদের থেকে শিক্ষার অধিকার এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার। এবার বন্ধ করে দেওয়া হলো দেশটির একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন।