বাংলাদেশের ছায়া এবার পশ্চিমবঙ্গে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে শিব মন্দিরে হামলা চালালো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। শিবলিঙ্গ ভাঙচুর করার পাশাপাশি মন্দিরের ভেতরে থাকা পূজার উপাচার তছনছ করা হলো। গত ২৩শে মে রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হালিশহরের বৈদ্যপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ ২৪শে মে সকালে বৈদ্যপাড়া ঘাটে অবস্থিত শিব মন্দিরটিতে গিয়ে দেখা যায় যে মন্দিরের ভেতরে থাকা শিবলিঙ্গটিকে ভাঙ্গা হয়েছে। স্থানীয়দের অনুমান ভারী কোন বস্তু দিয়ে শিবলিঙ্গের উপরে বারংবার আঘাত করে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। তবে পাথরের তৈরি হওয়ায় শিবলিঙ্গটিকে পুরোপুরি ভেঙে ফেলতে পারেনি ওই দুষ্কৃতীরা।
এদিকে ঘটনার কথা ছড়িয়ে পড়তে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় অনেকেই এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বী চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
তবে শেষ পর খবর অনুযায়ী এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে কেউ গ্রেপ্তার হয়নি।