বাংলাদেশ: যশোরের হিন্দু গ্রামে ইসলামিক মৌলবাদীদের হামলা, লুট গরু, পুড়ে চাই বহু ঘরবাড়ি



Updated: 24 May, 2025 6:23 am IST
ছবি: পুড়ে ছাই যশোরের হিন্দু সংখ্যালঘু পরিবারের বাড়ি
ছবি: পুড়ে ছাই যশোরের হিন্দু সংখ্যালঘু পরিবারের বাড়ি

Hindu Voice Desk: বাংলাদেশের মাটিতে হিন্দু নির্যাতন অব্যাহত। এবার হিন্দুদের উপর ভয়াবহ আক্রমণ নেমে এলো যশোর জেলার অভয়নগর উপজেলার অন্তর্গত মশিয়াহাটি গ্রামে। উন্মত্ত ইসলামিক মৌলবাদীরা রাতের অন্ধকারে পুড়িয়ে দিল হিন্দুদের বাড়িঘর, ভাঙচুর করে দেওয়া হলো হিন্দু মন্দির এবং লুট করে নিয়ে গেল হিন্দুদের গোয়ালে থাকা গরু। এই ঘটনায় রাতারাতি গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ৫০০ জন হিন্দু সংখ্যালঘু। 

জানা গিয়েছে গত ২২শে মে রাতে ওই গ্রামে হামলার ঘটনাটি ঘটে। ঐদিন রাতে পূর্ব শত্রুতার জেরে এক মুসলিম নেতা তারিকুল ইসলামকে খুন করে তারই পরিচিত কিছু ব্যক্তি। মূলত ওই নেতাকে খুন করার উদ্দেশ্যে পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা। ওই নেতা প্রাণে বাঁচতে দৌড়ে চলে আসেন মশিয়াহাটি গ্রামে। সেই গ্রামেই খুন হন তিনি। তারপরই হিন্দুদের উপর আক্রমণ নেমে আসে। বেশ কিছু মহল থেকে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে ওই নেতাকে হিন্দুরাই খুন করেছে। আর এই গুজবকে হাতিয়ার করে হিন্দু গ্রামের উপরে ঝাঁপিয়ে পড়ে ইসলামিক মৌলবাদীরা। 

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মশিয়াহাটি গ্রামে সশস্ত্র অবস্থায় হামলা চালায় ইসলামিক মৌলবাদীরা।  হিন্দুদের বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর চালানো হয়। তারপরে হিন্দুদের বাড়ি-ঘরে আগুন দেওয়া হয়। এমনকি হিন্দুদের গোয়ালে থাকা গরুগুলিকে লুট করে নিয়ে যায় তাঁরা। এছাড়াও বহু গোয়ালে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

গ্রামের হিন্দু বাসিন্দারা জানাচ্ছেন যে এই হামলায় তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে। বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে ঘরের জিনিসপত্র সব পুড়ে ছাই। এমনকি মাথা গোজার স্থানটুকু নেই। প্রাণ বাঁচাতে পরনের কাপড়টুকু পরা অবস্থায় পালিয়ে বাঁচেন তাঁরা। তাদের অভিযোগ বারবার পুলিশকে ফোন করলেও পুলিশ আসেনি। এমনকি দমকলকে ফোন করলেও তাঁরা অনেক দেরিতে আসে। ফলে সময় মত আগুন নেভানো যায়নি। আর তাতেই সব পুড়ে শেষ। 

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী হিন্দুদের ১৩ টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে, ৩১ টি গরু লুট করা হয়েছে, বেশ কিছু সংখ্যক গরু আগুনে পুড়ে আহত হয়েছে এবং গ্রামের প্রায় ৫০০ জন হিন্দু বাসিন্দা গৃহহীন অবস্থায় রয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী সরকার এবং স্থানীয় প্রশাসনের তরফে এখনো পর্যন্ত ওই গ্রামে কোন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়নি। ফলে একপ্রকার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন অভয়নগর উপজেলার মশিয়াহাটি গ্রামের হিন্দু সংখ্যালঘু বাসিন্দারা।