মাদ্রাসায় শিক্ষকতা করার পাশাপাশি ছিলেন মসজিদের ইমাম, পেতেন ইমাম ভাতাও; গ্রেপ্তার বাংলাদেশি



Updated: 17 May, 2025 6:08 am IST

Hindu Voice Team: সীমান্তের কাছে ধৃত এক ব্যক্তিকে জেরা করে চমকে গেলেন পুলিশ আধিকারিকরা। বাংলাদেশি হওয়া সত্বেও পশ্চিমবঙ্গে বেশ আরামেই ছিলেন। প্যান কার্ড, আধার কার্ড থেকে শুরু করে ভারতীয় হওয়ার সব নথিপত্র বানিয়ে ফেলেছিলেন। এমনকি স্থানীয় এক মাদ্রাসায় শিক্ষকতা করতেন। সেই সঙ্গে একটি মসজিদের ইমামও ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ইমাম ভাতাও পেতেন প্রতি মাসে।

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ সেলিম আনসারী। গতকাল অর্থাৎ ১৬ই মে, শুক্রবার কোচবিহারের সীমান্তে সেলিমকে আটক করে বিএসএফ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত সেলিম আদতে বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। চার বছর আগে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করে সে। অনুপ্রবেশের পর চলে আসে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। বেলডাঙ্গায় থাকাকালীন বানিয়ে ফেলে আধার কার্ড, প্যান কার্ড ও অন্যান্য নথিপত্র। প্রথম দিকে সেলাইয়ের কাজ করলেও কিছুদিন পরই স্থানীয় এক মাদ্রাসায় পড়াতে শুরু করে বাংলাদেশি সেলিম। এরই মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলে সে।

জেরায় সেলিম জানিয়েছে যে পরিচিতি বাড়তেই স্থানীয় একটি মসজিদে ইমামের কাজ করতে শুরু করে সে। পশ্চিমবঙ্গের সরকারের দেওয়া ইমাম ভাতা প্রকল্পের সুবিধা পেতে আবেদন করে সেলিম। অদ্ভুতভাবে, ইমাম ভাতা চালু হয়ে যায়। সেই থেকে সে নিয়মিতভাবে প্রতি মাসে ইমাম ভাতা পেয়ে আসছে।

কিন্ত হঠাৎ কেন বাংলাদেশে যেতে চেয়েছিল সেলিম? পুলিশের জেরায় সেলিম জানায় যে তাঁর এক দাদা বাংলাদেশে রয়েছে। সেই দাদা বর্তমানে অসুস্থ। অসুস্থ দাদাকে দেখতে বাংলাদেশে যেতে চেয়েছিল সে। সেই উদ্দেশ্যে এক দালালকে টাকা দিয়ে কোচবিহার জেলার মেখলিগঞ্জের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে চেয়েছিল। কিন্তু বিএসএফ জওয়ানদের নজরে পড়তেই তাকে আটক করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।