‘বাম আমলেও এমনটা হয়নি’, পশ্চিমবঙ্গ পুলিশকে নিশানা সিদ্দিকুল্লার



Updated: 09 April, 2025 6:14 am IST

Hindu Voice Desk: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের উপরে বেজায় চটলেন। তৃণমূল(TMC) সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী(Siddiquilla Chowdhury)। পশ্চিমবঙ্গ পুলিশকে নিশানা করে বললেন যে বাম আমলেও এমনটা ঘটেনি।

উল্লেখ্য গতকাল ৮ ই এপ্রিল নতুন পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইন(Waqf Amendment Bill)-এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে শামিল হন হাজার হাজার মুসলিম জনতা। হঠাৎই সেই মিছিল হিংস্র হয়ে ওঠে। ওখানে দায়িত্বরত পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন কর্মীকে মারধর করা হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় মুসলিম জনতা। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন মমতা সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। পুলিশের ভূমিকা মেনে নিতে না পেরে জানালেন, বাম আমলেও এমনটা হয়নি।

তবে শুধু মুর্শিদাবাদে নয়, নদীয়া জেলার নবদ্বীপের কানাইনগরেও ৮ই এপ্রিল ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ডাকা মিছিল থেকে হিংসা ছড়ানো হয়। মুসলিম জনতা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। সেই মিছিলে ‘জমিয়তে উলমায়ে হিন্দ’-র পতাকা নিয়ে মিছিল করতে দেখা যায় মুসলিম জনতাকে। এমনকি সিদ্দিকুল্লা চৌধুরীর নামে ‘জিন্দাবাদ’ স্লোগানও দেওয়া হয়। সেখানেও মুর্শিদাবাদের মতো পুলিশকে বেধড়ক পেটায় মুসলিম জনতা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে মুসলিম জনতা দায়িত্ব রত পুলিশকর্মীদের তাড়া করছে এক পুলিশ কর্মী নিজের প্রাণ বাঁচাতে কাছে থাকা একটা পেট্রোল পাম্পে দৌড়ে গিয়ে ঢুকে পড়েন। মুসলিম জনতা সেই পাম্পে গিয়ে হানা দেয়। ওই পুলিশকর্মীকে টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে এসে পেটায় মুসলিম জনতা।

ওয়াকিবহাল মহলের মতে, সিদ্দিকুল্লা চৌধুরী তৃণমূল সরকারের একজন মন্ত্রী হওয়ার পাশাপাশি ইসলামিক সংগঠন জমিয়াতে উলেমায়ে হিন্দের নেতাও। রাজ্যের একাধিক স্থানে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যেসব প্রতিবাদ মিছিল হচ্ছে তাদের বেশিরভাগ মিছিলের নেতৃত্ব দিচ্ছে জমিয়তের কর্মী সমর্থকরা। কিন্তু হিংসা নিয়ন্ত্রণ করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে। আর এতেই পশ্চিমবঙ্গ পুলিশকে একহাত নিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী।