দীর্ঘ কারাবাসের পর অবশেষে মুক্তি পেলেন বিহার তথা সারা দেশে জনপ্রিয় ইউটিউবার মণীশ কাশ্যপ। আজ ২৩শে ডিসেম্বর, শনিবার পাটনার বেউড়ি জেল থেকে মুক্তি পেলেন তিনি। আর জেল থেকে বেরিয়ে আসতেই মণীশকে ঘিরে রীতিমত উৎসবে মাতলেন তাঁর আত্মীয় স্বজন থেকে অগণিত গুণমুগ্ধরা।
জেল থেকে বের হওয়ার পরই ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় মণীশ কাশ্যপকে। তারপর জিপে চড়ে রওয়ানা দেন তিনি। জিপের উপরে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। সেই সময় তাঁর হাতে ধরা ছিল ভারতের জাতীয় পতাকা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণীশ বলেন, “আমি নয় মাস কালা পানির সাজা শেষ করলাম। আমি কাউকে ভয় পাইনা। আমি আগামীদিনে সাংবাদিক হিসেবে কাজ করতে চাই। যদি আমি পিছিয়ে আসি, তবে যারা আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, তাঁরা ভাববে যে আমি ভয় পেয়ে পিছিয়ে গিয়েছি।”
প্রসঙ্গত, তামিলনাড়ুতে বিহারী শ্রমিকদের উপরে হামলা চালানো হচ্ছে, এমন একটি ভিডিও আপলোড করার পরই মণীশ কাশ্যপের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। পরে তাঁর বিরুদ্ধে NSA আইনে মামলা দায়ের করে তামিলনাড়ু পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে তামিলনাড়ু নিয়ে যাওয়া হয়। গত মাসেই মণীশ কাশ্যপের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগ বাতিল করে মাদ্রাজ হাইকোর্ট। তারপরই বিহার সরকারের দায়ের করা কেসে জামিন পেতেই তাঁর মুক্তি পাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা ছিল না। শেষমেষ আজ দুপুর বারোটা নাগাদ জেল থেকে বেরিয়ে আসেন মণীশ কাশ্যপ।