এক বিজেপি(BJP) কর্মীর মা’কে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর। অভিযুক্ত তৃনমুল নেতার শাস্তি চেয়ে বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতা ও নেত্রীরা। তাদের অভিযোগ, থানায় FIR দায়ের হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করছে না পুলিশ।
জানা গিয়েছে, নির্যাতিতা ওই মহিলা বারুইপুর থানা এলাকার হরিহরপুরের বাসিন্দা। ওই মহিলার পুত্র এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। গত শুক্রবার, বাড়ির সামনের একটি বাগানে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় একা পেয়ে ওই মহিলাকে বাগানের ভিতরে টেনে নিয়ে যায় স্থানীয় এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত মলয় নস্কর। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে খুন করার ভয় দেখিয়ে ওই মহিলাকে ধর্ষণ করে ওই তৃণমূল নেতা। পরে ওই মহিলাকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয়।
নির্যাতিতা ওই মহিলা নিজের চেষ্টায় পুকুর থেকে উঠে বাড়িতে আসেন এবং নির্যাতনের কথা বলেন। পরে ওই মহিলা বারুইপুর থানায় অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার পর চার দিন কেটে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার না করায় ক্ষোভ বাড়ছে এলাকায়। ক্ষোভ রয়েছে বিজেপির অন্দরেও। অনেকেই অভিযোগ করছেন যে ধর্ষক তৃণমূল নেতা হওয়ায় গ্রেপ্তার করছে না পুলিশ।
অন্যদিকে অভিযুক্তকে গ্রেপ্তার না করায় রবিবার, ৭ই জানুয়ারি বারুইপুরে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনির্বান গাঙ্গুলি। তাঁর অভিযোগ, তৃণমূলের ছত্রছায়ায় আছে বলেই অভিযুক্তকে গ্রেপ্তার করছে না পুলিশ। বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা অনির্বান গাঙ্গুলি।