মানচিত্রে ‘আজাদ কাশ্মীর’ চিহ্নিত করো, পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারের প্রশ্ন ঘিরে নিন্দার ঝড়



Updated: 18 January, 2023 7:45 am IST

পর্ষদ প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্রের একটি প্রশ্ন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই প্রশ্নে বলা হয়েছে যে ভারতের মানচিত্রে ‘আজাদ কাশ্মীর’ চিহ্নিত করতে। নেটিজেনদের একাংশ বলছেন যে এমন প্রশ্ন দেশ বিরোধী এবং দেশের সার্বভৌমত্বের পরিপন্থী।

জানা গিয়েছে, পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারের ১৩২ নম্বর পৃষ্ঠায় ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্রের মধ্যে এমন প্রশ্ন এসেছিল। প্রশ্নটি করেছেন মালদার ইংরেজ বাজারে অবস্থিত বিবেকানন্দ বিদ্যামন্দিরের এক শিক্ষক। সেই প্রশ্নে ছাত্রছাত্রীদের বেশ কয়েকটি স্থানকে ভারতের মানচিত্রে চিহ্নিত করতে বলা হয়েছে। সেখানেই ‘আজাদ কাশ্মীর’ চিহ্নিত করতে বলা হয়েছে। আর এখানেই বিতর্কের সূত্রপাত।

ছবি: নমুনা প্রশ্ন

উল্লেখ্য, ভারত সরকার বরাবরই সম্পূর্ণ কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলেই উল্লেখ করে এসেছে। পূর্বের কেন্দ্রের কংগ্রেস সরকারও তাদের এমন অবস্থান বদল করেনি। ভারত কাশ্মীরের বিচ্ছিন্ন অংশকে বরাবরই পাক অধিকৃত কাশ্মীর(PoK) হিসেবে উল্লেখ করে আসছে। কিন্তু পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো ভারতের কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর দখল করে স্বাধীন কাশ্মীর অর্থাৎ ‘আজাদ কাশ্মীর‘ গঠন করার কথা বলে আসছে। শুধু তাই নয়, সেই লক্ষ্যে কাশ্মীরের মাটিতে হামলা এবং বেছে বেছে হিন্দুদের লাগাতার হত্যা করে যাচ্ছে। ভারতীয় সেনা জঙ্গিদের মোকাবিলায় লড়াই চালিয়ে যাচ্ছে অনবরত।

কিন্তু প্রশ্নপত্রের মধ্যে ‘আজাদ কাশ্মীর’-এর উল্লেখ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি করেছে। এখানেই শেষ নয়। ওই নমুনা প্রশ্নে ছাত্রছাত্রীদের ভারতের মানচিত্রে চট্টগ্রাম চিহ্নিত করতে বলা হয়েছে। কিন্তু চট্টগ্রাম ভারতের অংশ নয় এবং বর্তমানে বাংলাদেশের অংশ। স্বাভাবিকভাবেই এমন বিভ্রান্তিকর প্রশ্ন ঘিরে শুরু হয়েছে সমালোচনা।

নেটিজেনদের একাংশ বলছেন, এমন প্রশ্ন করেই পাকিস্তানের দাবিকেই মান্যতা দিয়েছেন ওই শিক্ষক। নমুনা প্রশ্ন তৈরি করা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিক শিক্ষা দপ্তর, এমন দাবিও করেছেন কেউ কেউ