দক্ষিণ ২৪ পরগনা: মা মনসার মূর্তি ভাঙচুর এবং হিন্দু বিরোধী পোস্টার, প্রতিবাদে পথ অবরোধ হিন্দু সংহতির 



Updated: 29 September, 2023 5:33 am IST

মা মনসার মূর্তি ভাঙচুর করা এবং হিন্দু বিরোধী পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত সোনাখালী ও আশেপাশের এলাকায়। ঘটনায় স্থানীয় হিন্দুদের তরফে কোনও প্রতিবাদ হলেও বিষয়টি নিয়ে সরব হিন্দু সংহতি(Hindu Samhati)। গতকাল সংগঠনের সদস্যরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। 

হিন্দু সংহতি সূত্রে জানা গিয়েছে, গত ২৭শে সেপ্টেম্বর, গভীর রাতে বাসন্তী থানার অন্তর্গত রামচন্দ্রখালী এলাকার মাহাকুর পাড়ায় অবস্থিত মা মনসা মন্দিরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা মা মনসার মাথা কেটে নিয়ে চলে যায়। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে তার আগের দিন, সোনাখালীতে হিন্দু বিরোধী পোস্টার মারা হয়। সেই পোস্টারে লেখা ছিল, “৭৮৬/ দারুল ইসলাম প্রতিষ্ঠা হবে, কাফের হিন্দুরা এলাকা ছেড়ে দে/ আল্লাহর সাম্রাজ্য তৈরী হবে কাফের/ হিন্দু থাকলে কোতোল করা হবে।” 

এর পরই ক্ষোভে ফেটে পড়েন হিন্দু সংহতির সদস্যরা। গতকাল হিন্দু সংহতির নেতা মৃত্যুঞ্জয় মন্ডলের নেতৃত্বে বাসন্তী হাইওয়ে অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধের ফলে রাস্তার দুই দিকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অফিসাররা হিন্দু সংহতির নেতাদের প্রতিশ্রুতি দেন যে অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে। সূত্রের খবর, পুলিশের তরফে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হয়। পরে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে অবরোধ তুলে নেওয়া হয়।  

হিন্দু সংহতির তরফে মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, ” ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। তা নাহলে আগামীদিনে আমাদের প্রতিবাদ জারি থাকবে। হিন্দু দেবদেবীর এই অপমান কোনওভাবেই মেনে নেবো না।”