হাওড়া জেলার বাঁকড়ার পর পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট। দুষ্কৃতী হামলার শিকার হলো একটি হিন্দু মন্দির। ভাঙচুর করা হলো হনুমান মূর্তি। গত ২৬শে ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, কোলাঘাট থানার অন্তর্গত পাওয়ার হাউস এলাকায় রাস্তার পাশেই রয়েছে একটি হিন্দু মন্দির। মন্দিরটি ভগবান হনুমান ও শিবের মন্দির। মন্দিরে রয়েছে ভগবান হনুমানের মূর্তি এবং একটি শিব লিঙ্গ। মন্দিরটি পাকা না হলেও মন্দিরটির ভিতরে থাকা ভগবান হনুমানের মূর্তিটি কংক্রিটের তৈরি এবং শিব লিঙ্গটি পাথরের।
গতকাল অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে স্থানীয় হিন্দুরা দেখেন যে ভগবান শ্রী হনুমানের মূর্তির মুখের অংশে ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনা দেখেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
স্থানীয় এক হিন্দু বাসিন্দা জানান, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এমন ঘটনা ঘটানো হয়েছে। ভগবান হনুমানের মুখ ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভাঙচুরের চিন্হ দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইট দিয়ে আঘাত করে মূর্তির মুখ ভাঙার চেষ্টা করা হয়েছিল।
তবে মূর্তিটি কংক্রিটের তৈরি হওয়ায় ভাঙতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা।
এদিকে ওইদিন বিকেলে কোলাঘাট থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় হিন্দুরা। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।