এবার প্রতিমা ভাঙার খবর পশ্চিমবঙ্গের শিলিগুড়ি(Siliguri) থেকে। শিলিগুড়ির আদর্শ নগর এলাকার একটি পূজা মণ্ডপে হামলা চালিয়ে মা সরস্বতীর প্রতিমার মাথা কাটলো সোহরাব হোসেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৬শে জানুয়ারি, বৃহস্পতিবার ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আদর্শ নগর এলাকায়(৪ নং ওয়ার্ড) ভেনাস মোড়ে সরস্বতী পূজার আয়োজন চলছিল। সেই পূজা চলাকালীন বিকেল ৪টা নাগাদ সোহরাব হোসেন ওখানে আসে। স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সেইসময় সে উত্তেজিতভাবে ওখান থেকে চলে যায়।
প্রত্যক্ষদর্শীর কথায়, কিছুক্ষন পরে হাতে তরোয়াল উঁচিয়ে ফিরে আসে সে। তারপর তরোয়াল উঁচিয়ে সবাইকে ভয় দেখায়। আতঙ্কে অনেকে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। সেই সময় তরোয়াল দিয়ে সরস্বতী প্রতিমার মাথা লক্ষ্য করে আঘাত করে সোহরাব। তরোয়ালের আঘাতে সরস্বতী প্রতিমার মাথা কেটে পড়ে যায়। পরে সেখান থেকে পালিয়ে যায়।
পাওয়া খবর অনুযায়ী, পুলিশ পরে সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে। ঘটনায় এলাকার হিন্দু বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, ধৃতকে কঠিন শাস্তি দেওয়া হোক।