আলিপুরদুয়ার: ফেসবুকে প্রেম, নাবালিকা হিন্দু প্রেমিকাকে নিয়ে বাংলাদেশে পালানোর সময় গ্রেপ্তার আব্দুল সুফিয়ান



Updated: 07 September, 2023 5:40 am IST

ফেসবুকে প্রেমে(Facebook Love)-এর সম্পর্কের সুবাদে ভারতে আসা। তারপর নাবালিকা হিন্দু প্রেমিকাকে নিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পূর্বেই এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম শেখ আব্দুল সুফিয়ান। সে বাংলাদেশের বাসিন্দা।

জানা গিয়েছে, বাংলাদেশি আব্দুল সুফিয়ানের সঙ্গে আট মাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বাসিন্দা এক হিন্দু নাবালিকার সঙ্গে। ওই হিন্দু নাবালিকার বয়স ১৬ বছর। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করে সংসার বাঁধতে ওই হিন্দু নাবালিকাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ভারতে আসেন আব্দুল। সঙ্গে আসেন আব্দুলের বান্ধবী রুবা আখতার। গত ২৯শে আগস্ট ওই হিন্দু নাবালিকা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

মেয়েকে না খুঁজে পেয়ে কুমারগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবার। নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় নড়েচড়ে বসে আলিপুরদুয়ার জেলা পুলিশ। পুলিশের তরফে তদন্তে নাম বিশেষ টিম। ওই নাবালিকার ফেসবুক প্রোফাইল খুঁজে আব্দুলের খোঁজ পান তদন্তকারীরা। তারপর ওই তরুণীর সঙ্গে আব্দুলের কথোপোকথন দেখে আব্দুলের মোবাইলের টাওয়ার লোকেশন খুঁজে পাওয়া যায়। দেখা যায় যে আব্দুল আসামে রয়েছে। আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফে যোগাযোগ করা হয় আসাম পুলিশের সঙ্গে। জানানো হয় মেঘালয় পুলিশকে। পরে মেঘালয়ের শিলং-এ আসাম থেকে আসা একটি বাস থেকে উদ্ধার করা হয় ওই হিন্দু নাবালিকাকে। গ্রেপ্তার করা হয় বাংলাদেশি আব্দুল সুফিয়ান ও তাঁর বান্ধবী রুবা আখতারকে। পরে তাদেরকে আলিপুরদুয়ারে নিয়ে আসে পুলিশ।

পুলিশের অভিযোগ, নাবালিকা পাচার চক্রের খপ্পরে পড়েছিল। তাকে প্রেমের ফাঁদে ফেলে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিলো। বাংলাদেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাদেরকে আসাম হয়ে মেঘালয়ে নিয়ে হচ্ছিলো। পরে মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছিলো, অনুমান পুলিশের।

পরে ওই বাংলাদেশি যুবক আব্দুল ও তাঁর বান্ধবী রুবাকে আদালতে পেশ করা করা হলে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। ধৃতদের বিরুদ্ধে অপহরণ এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের মামলা দায়ের করেছে পুলিশ।