এক হিন্দু যুবককে ভালোবাসতেন মুসলিম তরুণী সাবা। কিন্তু সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় পরিবার ও নিজের ধর্ম পরিচয়। শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে প্রেমিককে বিয়ে করলেন হিন্দু রীতি মেনেই। শুধু তাই নয়, স্বেচ্ছায় গ্রহণ করলেন হিন্দু ধর্ম। নিজের মুসলিম নাম বদলে ফেলে পরিচিত হলেন হিন্দু নামে। ঘটনা উত্তর প্রদেশের বরেলীর আলীগঞ্জ থানা এলাকার।
খবর অনুযায়ী, সাবা আলীগঞ্জ থানার অন্তর্গত গইনি এলাকার বাসিন্দা। তাঁর পিতা কাপড়ের ব্যবসা করতেন পাশের বিশারাতগঞ্জ বাজারে। সেই বাজারে গিয়েই আলাপ হয় অঙ্কুর দেবলের সঙ্গে। কিছুদিনের মধ্যে সেই আলাপ প্রেমের সম্পর্কে পরিণত হয়।
কিন্তু দুজনের মেলামেশায় বাধা হয়ে দাঁড়ায় সাবার পরিবার। প্রথম থেকেই সাবার পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে চায়নি। এদিকে সাবা জানায় যে বাধা দিলেও প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি তিনি। অঙ্কুরের সঙ্গে মেলামেশার মাধ্যমে সে হিন্দু সম্প্রদায়ের পূজা অনুষ্ঠানে উপস্থিত থাকতো সে, জানায় সাবা। কারণ হিসেবে সাবা জানায় যে ছোট থেকেই হিন্দুদের পূজা পার্বণ খুব ভালো লাগতো তাঁর।
সাবা আরও জানায় যে একসময় পরিবারের লোকজন তাকে মারধর করেছে। সেই সময় বাড়ি ছাড়তে চেয়েও পারেনি সে। সাবালিকা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিল সে, জানায় সাবা।
পরে বাড়ি থেকে পালিয়ে অঙ্কুরের সঙ্গে সোজা উপস্থিত হয় অগস্ত্য মুনি আশ্রমে। সেখানেই তাদের হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হয়। পরে সাবার শুদ্ধি হয়। শুদ্ধির পর সাবার নতুন নাম হয় সোনি। সোনিকে আশীর্বাদ করেন সাধ্বী প্রাচী।
অন্যদিকে সাবার পিতা অঙ্কুর ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে আলীগঞ্জ থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন।