উত্তর প্রদেশ: জোর করে তিন বছরের হিন্দু শিশুর সুন্নত করালেন মুসলিম চিকিৎসক



Updated: 24 June, 2023 3:29 pm IST

উদ্বেগজনক খবর এলো উত্তর প্রদেশের বরেলি থেকে। এক হিন্দু পরিবারের অভিযোগ, একজন মুসলিম চিকিৎসক জোর করে তাদের তিন বছরের পুত্র সন্তানের সুন্নত(Circumcision) করিয়ে দিয়েছেন। ভুক্তভোগী পরিবার ইতিমধ্যে ওই মুসলিম চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, বরেলির বাসিন্দা হরিমোহন যাদব এবং পারুল যাদবের তিন বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। সে ছোট থেকেই ঠিক মতো কথা বলতে পারে না। তাই তাকে শহরের ‘ডক্টর এম খান হসপিটাল’-এ চিকিৎসা করাতে নিয়ে যেতেন। নাক-কান-গলার স্পেশালিস্ট চিকিৎসক জাভেদ খান ওই শিশুর চিকিৎসা করতেন।

অভিযোগ, গতকাল ২৩শে জুন ওই হাসপাতালে সন্তানকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন যাদব দম্পতি। ওই শিশুকে পরীক্ষা করার নাম করে একটি ঘরে নিয়ে যান জাভেদ খান। তাঁর পিতা মাতাকে বাইরে অপেক্ষা করতে বলেন। পরে ওই শিশুকে যখন বাইরে বের করেন, তাঁর মা প্রথম লক্ষ্য করেন যে শিশুর যৌনাঙ্গ কাটা। ওই শিশুর সুন্নত করা হয়েছে।

ওই মহিলা হাসপাতালেই কান্নায় ভেংগে পড়েন। অনেকেই ঘটনার ভিডিও রেকর্ড করেন। পরে ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে যাদব দম্পতির অভিযোগ, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। তাদের ন্যায় দেওয়া হোক, এমনটাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন জানিয়েছেন ওই শিশুর মা।