ঘরে ফেরার স্রোত অব্যাহত। এবার পূর্বপুরুষের সনাতন হিন্দু ধর্মে ফিরলেন ১০টি পরিবারের ৭০ জন মুসলিম সদস্য। শুদ্ধি অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞে আহুতি দিয়ে সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করলেন তাঁরা। হিন্দু ধর্মে ফিরতে পেরে অপার আনন্দ অনুভব করছি, জানালেন তাঁরা।
গত ২৩শে সেপ্টেম্বর, শনিবার, প্রদেশের মুজাফফরনগরে বাঘরা ব্লকের ওই ১০টি মুসলিম পরিবার হিন্দু ধর্ম গ্রহণ করে। পরিবারগুলিকে সনাতন হিন্দু ধর্মে ফেরাতে শুদ্ধি অনুষ্ঠান ও যজ্ঞের আয়োজন করা হয়েছিল সাধনা যোগ যশবীর আশ্রমে। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে, যজ্ঞে আহুতি দিয়ে সনাতন হিন্দু ধর্মকে আপন করে নিলেন তাঁরা।
उत्तर प्रदेश के मुजफ्फरनगर जनपद में स्थित योग साधना यशवीर आश्रम में शनिवार को 10 मुस्लिम परिवार के 70 लोगों ने हिंदू धर्म में वापसी की है।#GharWapasi #UP #SanatanHinduDharma pic.twitter.com/EilQNYbC9Z
— Hindu Voice (@HinduVoice_in) September 25, 2023
হিন্দু ধর্ম গ্রহণের কারণ হিসেবে তাঁরা জানান যে প্রায় দশ বছর আগে এক মৌলবির ফাঁদে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাঁরা। ভয় দেখিয়ে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছিল তাদের, অভিযোগ করেছেন তাঁরা। বিগত কয়েক বছর ধরেই সনাতন হিন্দু ধর্মে ফিরতে চাইছিলেন। আর তাই তাঁরা যশবীর আশ্রমের সন্ন্যাসী স্বামী মৃগেন্দ্র মহারাজের সঙ্গে যোগাযোগ করেন। তারপরই শুদ্ধি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিন্দু ধর্মে ফিরতে পেরে খুশি ওই মানুষগুলি। যুবক, মহিলা, বয়স্ক ও শিশুরা প্রত্যেকেই হিন্দু নাম গ্রহণ করেছেন। নাহিদ হয়েছে অরবিন্দ কুমার, নাজিয়ার নাম রাখা হয়েছে কবিতা দেবী। আবার জাকির হয়েছেন সোনু।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুদ্ধি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে যে যজ্ঞ বেদীর চারপাশে বসে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আহুতি দিচ্ছেন ওই মুসলিম ব্যক্তিরা। সব মিলিয়ে ১০টি পরিবারের ৭০ জন সদস্য হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।