চা বাগানের এক মহিলা শ্রমিককে ধর্ষনের অভিযোগে জরিফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করলো চোপড়া থানার পুলিশ। আজ ২১শে জুন, বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাতৃ চা বাগানে ঘটনাটি ঘটে। আজ সকালে ওই মহিলা কর্মী চা বাগানে কাজ করছিলেন। অন্যান্য কর্মীরা একটু দূরে কাজ করছিলেন। সেই সময় হঠাৎই জরিফুল ইসলাম নামে এক যুবক ওই মহিলা কর্মীকে পাশে টেনে নিয়ে যায় এবং মুখ চেপে ধর্ষনের চেষ্টা করে।
সেই সময় সম্মান বাঁচাতে ওই মহিলা কর্মী চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশেপাশে থাকা অন্যান্য কর্মীরা ছুটে আসেন। তখন পালিয়ে যায় ওই যুবক। পরে ওই মহিলাকে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা দেখা যায় এলাকায়। চা বাগানের শ্রমিকরা এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা কাজ বন্ধ করে কাঁচাকালি বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের সঙ্গে সেই বিক্ষোভে যোগ দেন আশেপাশের বাগানের শ্রমিকরা। অভিযুক্ত জরিফুল ইসলামকে গ্রেপ্তার করার দাবি জানাতে থাকেন।
পরে বিশাল পুলিশবাহিনী এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে অভিযুক্তকে ধরতে তল্লাশিতে নামে পুলিশ। সূত্রের খবর, পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত জরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।