ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দিরে খালিস্থানি উগ্রপন্থীদের হামলা, কড়া নিন্দা ভারতের



Updated: 23 December, 2023 2:16 pm IST

আমেরিকার মাটিতে হিন্দু বিরোধী ও ভারত বিরোধী খালিস্থানি উগ্রপন্থীদের দাপট অব্যাহত। এবার সেই খালিস্থানি উগ্রপন্থীদের হামলার শিকার হলো ক্যালিফোর্নিয়ার একটি হিন্দু মন্দির। আর সেই হামলার খবর সামনে আসতেই কড়া নিন্দা জানিয়েছে ভারত।

জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার নেওয়ারক শহরে রয়েছে স্বামীনারায়ণ মন্দির। ২৩শে ডিসেম্বর, শনিবার ভোর রাতে সেই মন্দিরে হামলা চালানো হয়। স্প্রে রং দিয়ে মন্দিরের দেওয়ালে হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী স্লোগান লিখে দেওয়া হয়। এমনকি খালিস্থানি জঙ্গি ভিন্দ্রণয়ালের নাম লিখে দেওয়া হয় মন্দিরের দেওয়ালে। মন্দিরের নাম লেখা একটি বোর্ডে ‘Khalisthan’ লিখে দেওয়া হয়।

এমন ঘটনার খবর আসতেই নিন্দায় সরব হয় ভারত। ভারতের তরফে কড়া নিন্দা জানানোর পাশাপাশি ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়। ভারতের তরফে এও জানানো হয় যে এমন ঘটনায় ভারতীয় সম্প্রদায়ের অনুভূতি আঘাত প্রাপ্ত হয়েছে।

হিন্দু মন্দিরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ‘Hindu American Foundation’-ও। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ জানিয়েছে যে এমন হামলা করে দেশটিতে বসবাসরত হিন্দুদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চায়। পুলিশের উচিত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা।