প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় সঙ্গীতের অবমাননা করার অভিযোগে এক মুসলিম যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত যুবকের নাম আদনান। ঘটনায় যুক্ত আর যুবক রহুলকে খুঁজছে পুলিশ। ঘটনা উত্তর প্রদেশের মীরাটের।
জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের দিন একটি বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করে আদনান ও রাহুল। তারপর মাইকে জাতীয় সঙ্গীত বাজায় তাঁরা। জাতীয় সঙ্গীত চলার সময় অশ্লীলভাবে অঙ্গভঙ্গি করে নাচতে থাকে আদনান। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে রহুল। পরে সেই ভিডিও ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।
অনেকেই সেই ভিডিও শেয়ার করে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি তোলেন। অনেকেই বলেন যে এভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন ওই যুবক। তাঁর ভিত্তিতে ভিডিও দেখে আদনানকে চিহ্নিত করে মিরাট পুলিশ। তারপর তাকে গ্রেপ্তার করে। অন্য যুবক রহুল বর্তমানে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।