দুই ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর দুই সদস্যের খোঁজে পুরস্কার ঘোষণা করলো উত্তর প্রদেশ এটিএস(UP ATS)। ওই দুই জঙ্গির খোঁজ কিংবা কোনও তথ্য দিতে পারলেই পঁচিশ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গত ৮ই ডিসেম্বর তারিখে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে UP ATS।
জানা গিয়েছে, ইসলামিক স্টেট(ISIS) -এর সঙ্গে যুক্ত আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল সামাদ মালিক এবং ফইজান বখতিয়ার। এদের মধ্যে আবদুল সম্ভল এবং ফইজান প্রয়াগরাজের বাসিন্দা। দুজনে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের MA- এর ছাত্র। দুজনেই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতেন।
অভিযোগ, হোস্টেলে থেকে পড়াশোনা করার সময়েই দুজনে জিহাদী গোষ্ঠী আইসিসের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তদন্তে উঠে আসে যে ওই দুই ছাত্র দেশজুড়ে সক্রিয় আইসিস মডিউলের সক্রিয় সদস্য ছিলেন। দুই জন অনলাইনে আইসিস মতাদর্শ প্রচার, মুসলিম যুবকদের মগজধোলাই করে আইসিস জিহাদী গোষ্ঠীতে যোগ দিতে উৎসাহিত করতেন।
কিন্তু কয়েকদিন আগেই দেশজুড়ে সক্রিয় আইসিস মডিউলের খোঁজে জোরদার অভিযান চালায় NIA। মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের একাধিক স্থানে অভিযান চালায় গোয়েন্দারা। কিন্তু আবদুল ও ফইজানকে ধরতে পারা যায়নি। আগেই গা ঢাকা দেয় দুজন। এবারে সেই দুজনের খোঁজ পেতে মাঠে নেমেছে UP ATS। দুজনের খোঁজ দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হলো।