উত্তর প্রদেশ: আগ্রার বস্তি থেকে গ্রেপ্তার ২৮ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী



Updated: 06 February, 2023 8:22 am IST

এক অভিযান চালিয়ে ২৮ জন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো আগ্রা পুলিশ। ধৃতরা কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। তারপর দালাল মারফত পৌঁছে যায় আগ্রা শহরে। তারপর তাঁরা আশ্রয় নেয় বস্তিতে।

জানা গিয়েছে, গতকাল ৫ই ফেব্রুয়ারি, রবিবার বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আগ্রা শহরের অন্তর্গত আবাস বিকাশ কলোনীর ১৪ নম্বর সেক্টর এলাকার বস্তিতে হানা দেয় পুলিশের একটি দল। সেখান থেকে মোট ২৮ জন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশীরা প্রথমে পুলিশকে জানায় যে তাঁরা ভারতীয় নাগরিক এবং প্রমাণ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড দেখায়। কিন্তু পুলিশ সেই সব নথিপত্র পরীক্ষা করে জানতে পারে যে সবই জাল নথিপত্র। সেই সব জাল নথিপত্র টাকা দিয়ে বানিয়েছিল অভিযুক্তরা। তারপরই ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১৫ জন মহিলা।

প্রাথমিক জেরায় ধৃতরা জানায় যে তাঁরা সকলেই বাংলাদেশের নাগরিক। রহিমা নামে এক দালাল মারফত তাঁরা পশ্চিমবঙ্গের নদী সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। পরে উত্তর প্রদেশের হালিম নামে এক দালাল তাদেরকে আগ্রা শহরে নিয়ে আসে। সেই হালিম তাদেরকে সেক্টর ১৪-তে ফাঁকা জমির উপরে ঝুপড়ি ঘর বানিয়ে দেয়। সেই থেকেই এখানে আছে তাঁরা এবং বিভিন্ন কাজ করে দিন গুজরান করতো। এমনকি হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে টাকাও পাঠাতো তাঁরা।

আগ্রার সহকারী পুলিশ কমিশনার বিকাশ কুমার বলেন যে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৭১ এবং বিদেশি বিষয়ক অধিনিয়মের ১৪(সি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দালাল হালিমের খোঁজ চলছে।