ত্রিপুরা: চেন্নাইগামী ট্রেনে ওঠার আগেই গ্রেপ্তার ৭ বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী



Updated: 26 March, 2024 7:05 am IST

ভারতে মুসলিম অনুপ্রবেশ অব্যাহত। উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যের কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে দলে দলে বাংলাদেশী মুসলিম। এবার তেমনই কয়েকজন বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীকে ধরলো রেল পুলিশ।

জানা গিয়েছে, কয়েকদিন আগে আগরতলা রেল স্টেশনে যৌথ অভিযান চালায় আরপিএফ ও জিআরপি। অভিযান চলাকালীন স্টেশনে থাকা কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদ চলাকালীন আটক হওয়া কেউই ভারতের নাগরিকত্বের নথি দেখাতে পারেনি।

পরে তাঁরা জানায় যে তাঁরা বাংলাদেশী নাগরিক। কিন্তু ভারতে আসার কোনও বৈধ নথি দেখাতে পারেনি। তারপর জেরায় ওই বাংলাদেশী নাগরিকরা জানায় যে তাঁরা দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছে এবং চেন্নাই যাওয়ার ট্রেন ধরার জন্য স্টেশনে অপেক্ষা করছে।

ধৃতরা হলো ইয়াসিন হাওলাদার(৪৪), মহম্মদ হাসান(২০), শুকুর আলী হাওলাদার(১৯), ফারজানা আক্তার(২০), রুমি বেগম(২১) ও তাঁর দশ মাস বয়সী কন্যা মরিয়ম, নয়ন হোসেন(২৫) এবং মহম্মদ মতিউর মন্ডল(২৬)।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ২ জন মহিলা এবং একজন ১০ মাসের শিশু রয়েছে। ধৃতরা সকলেই বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা।