ত্রিপুরার বিলোনিয়া মহকুমার রাজনগরের সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে আটক করলো বিএসএফ। পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে। গত ২৮শে মার্চ রাতে তাদের আটক করে বিএসএফ জওয়ানরা।
ধৃত তিন বাংলাদেশির নাম ফয়সল শেখ(২৭), আব্দুর রহমান(২৯) ও মহম্মদ আলাউদ্দিন(৩০)। ফয়সল বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দা। অন্যদিকে নোয়াখালীর বাসিন্দা আব্দুর রহমান এবং দাগনভূঞার বাসিন্দা মহম্মদ আলাউদ্দিন।
জেরায় ধৃত বাংলাদেশিরা জানায় যে ২০২৩ সালের আগস্ট মাসে ভারতে এসেছিল তাঁরা। দালাল মারফত সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। কয়েকমাস ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করার পর দেশে ফিরে যাচ্ছিল তাঁরা। কিন্তু বিএসএফের নজরে পড়ে যাওয়ায় ধরা পড়ে যায় তাঁরা।
প্রসঙ্গত, বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যের সীমান্তে কাঁটা তারের বেড়া নেই। আর সেই সীমান্ত অঞ্চলগুলি পাচার ও অনুপ্রবেশকারীদের জন্য স্বর্গ হয়ে উঠেছে। সক্রিয় রয়েছে দালাল চক্র। আর সেই সব দালালের মাধ্যমে সহজেই বাংলাদেশ থেকে এদেশে ঢুকে পড়ছে বাংলাদেশি মুসলিমরা। তারপর তাঁরা সারা দেশে ছড়িয়ে পড়ছে।