ত্রিপুরা: আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার ৮ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশি মুসলিম অনুপ্রেশকারী



Updated: 06 February, 2023 10:25 am IST

বাংলাদেশ থেকে ভারতের মাটিতে মুসলিম অনুপ্রবেশকারীদের স্রোত অব্যাহত। এবার বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৮ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হলো। গতকাল রবিবার ত্রিপুরার আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করে রেল পুলিশ(RPF)। পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রাথমিক জেরায় ধৃতরা জানায় যে তাঁরা দালাল মারফত ভারতে অনুপ্রবেশ করে। তারপর গাড়ি করে আগরতলা স্টেশনে আসে ট্রেন ধরার উদ্দেশ্যে। তাঁরা হায়দরাবাদ যাওয়ার জন্য আগরতলা স্টেশনে এসেছিল। তাদের পাশাপাশি এক দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

জেরায় ওই দালাল জানায় যে সে হায়দরাবাদের বাসিন্দা। সে ধৃত অনুপ্রবেশকারীদের হায়দরাবাদ নিয়ে যেতে ত্রিপুরায় এসেছিল। টাকার বিনিময়ে ধৃত রোহিঙ্গা ও বাংলাদেশিদের থাকা এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই টহলরত আরপিএফ কর্মীদের নজরে পড়ে যায় তাঁরা। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ কোনও নথিপত্র দেখাতে পারেনি তাঁরা। তারপরই তাদের আটক করা হয়।