গীতাকে জাতীয় গ্রন্থ ঘোষণা করা হোক, দাবি তুললেন সাধু-সন্তরা



Updated: 24 December, 2023 3:02 pm IST

ব্রিগেড ময়দানে ঐতিহাসিক অনুষ্ঠান লক্ষ কণ্ঠে গীতা পাঠ – এর মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ দাবি তুললেন উপস্থিতি সাধু ও সন্তরা। গীতাকে জাতীয় গ্রন্থের মর্যাদা দেওয়া হোক, দাবি তুললেন তাঁরা।

উল্লেখ্য, আজকের ব্রিগেডের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রায় সব আশ্রমের প্রধান সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন। এছাড়াও, দ্বারকার শঙ্করাচার্যও পদধূলি দেন এই মহতী অনুষ্ঠানে। প্রেম মন্দির আশ্রমের স্বামী নির্গুনানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ছাড়াও শতাধিক সাধু সন্ত উপস্থিত ছিলেন।

সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাধু মহারাজদের মুখে বারবার উঠে আসে গীতার মাহাত্ম্য। গীতা পাঠ কেনো প্রয়োজন, তা তুলে ধরেন কেউ কেউ।

বক্তব্য রাখতে গিয়ে গীতাকে রাষ্ট্রীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করার দাবি তোলেন। গীতার জ্ঞান সমাজে মানুষের মধ্যে শান্তি ও ঐক্য আনতে পারে বলে মত প্রকাশ করেন সাধু সন্তরা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য রাখেন দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী। তিনিও গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করার দাবি তোলেন। তিনি বলেন, “এই মাটি তপস্বীদের ভূমি। এই মাটি শ্রী রামকৃষ্ণ,স্বামী বিবেকানন্দের মত তপস্বীদের জন্ম দিয়েছে। সেই সব তপস্বী ভারতকে দিশা দেখিয়েছেন। তাই এই মাটি থেকেই গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করার দাবি উঠুক।”