রঙের উৎসব হোলির দিনে দুঃখজনক ঘটনার খবর এলো তেলেঙ্গানা থেকে। অভিযোগ, বন্ধুকে রং মাখানোয় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলো এক ব্যক্তি। আপাতত গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। গত মঙ্গলবার ঘটনাটি ঘটে মেদাক জেলার রেগোদে মণ্ডলের অন্তর্গত মারপল্লী গ্রামে।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে গ্রামের বাসিন্দা আঞ্জাইয়া অম্বাদাসকে রাস্তার ধারে জ্বলন্ত অবস্থায় দেখতে পান কয়েকজন। স্থানীয়রা আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাঙ্গারেড্ডি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আঞ্জাইয়া।
হাসপাতালের বিছানায় শুয়ে পুলিশকে দেওয়া বয়ানে আঞ্জাইয়া জানায় যে ওইদিন হোলি উপলক্ষে রাস্তার পাশে হোলি খেলছিল সে। অনেক পরিচিতকে রং মাখায় সে। তাঁর বন্ধু সাব্বিরের সঙ্গে দেখা হলে তাকেও রং মাখাতে যায়। কিন্তু তাতে আপত্তি জানায় সাব্বির। কিন্তু সেই আপত্তিকে অগ্রাহ্য করে সাব্বিরকে রং মাখায় আঞ্জাইয়া। সেই সময় সাব্বির তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
কিছুক্ষন পরেই পেট্রোলের বোতল নিয়ে ফিরে আসে সাব্বির। অভিযোগ, আঞ্জাইয়ায়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সাব্বির। তারপর সেখান থেকে পালিয়ে যায় সে। পরে আঞ্জাইয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভায় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আঞ্জাইয়ার বয়ানের ভিত্তিতে একটি কেস দায়ের করে অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
বর্তমানে সাঙ্গারেড্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।