সাফাইকর্মীর মৃত্যুর প্রতিবাদ করায় রাজ্য বিজেপির সম্পাদক এসজি সূর্যকে গ্রেপ্তার করলো তামিলনাড়ু পুলিশ। গত ১৭ই জুন গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, বাবু নামে একজন সাফাইকর্মী গত ১৮ বছর ধরে ক্যাড্ডালুর জেলার অন্তর্গত পেন্নাদাম পুরসভায় সাফাইকর্মী হিসেবে কাজ করে আসছেন। গত ১৯শে মে ১২নং ওয়ার্ডের কমিউনিস্ট পার্টির নির্বাচিত কাউন্সিলর বিশ্বনাথন বাবুকে ডেকে পাঠান। তারপর বাবুকে তাঁর এলাকার সিলুপ্পানুর রোডে একটি নোংরা ড্রেন(নালা) পরিষ্কার করতে নামিয়ে দেন।
সকাল ১০.৩০ মিনিট নাগাদ ড্রেন পরিষ্কার করতে ভিতরে ঢুকে পড়ে সে। কিন্তু নালার ভিতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে ভিতরেই অচেতন হয়ে পড়ে বাবু। বাবুর সহকর্মী গণেশন, সূন্দরম এবং সেকর তাকে উদ্ধার করে পেন্নদাম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুকে উন্নত চিকিৎসার জন্য বড়ো হাসপাতালে নিয়ে যেতে বলেন। তখন বাবুর সহকর্মীরা তাকে ধনলক্ষী শ্রীনিবাসন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসক জানায় যে বাবুর অবস্থা সঙ্কটজনক এবং তাকে রেফার করে দেন ত্রিচির কাবেরী হাসপাতালে। গত ২৪শে মে ওই হাসপাতালে বাবুর মৃত্যু হয়।
স্বামীর মৃত্যুর পর বাবুর স্ত্রী দীপা পেন্নাদাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন(FIR No.- ৮৭/২০২৩) এবং অভিযোগ করেন যে তাঁর স্বামীকে নালা পরিষ্কার করানোর সময় প্রয়োজনীয় সরঞ্জাম যেমন মাস্ক, অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়নি। পুরসভা কতৃপক্ষের অবহেলার কারণে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তাই পুরসভার দায়িত্বরত অফিসারদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।
কিন্তু অভিযোগের ভিত্তিতে কেস দায়ের করলেও পুলিশ কর্তব্যে গাফিলতি করে বলে অভিযোগ। ১৭৪ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। যদিও অভিযোগ অনুযায়ী, Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act or Section 304A (causing death by negligence) আইনে মামলা দায়ের করার কথা।
এই অন্যায়ের প্রতিবাদে মাদুরাই-এর সিপিআইএম সাংসদ এস ইউ ভেঙ্কটেশনকে কড়া চিঠি লেখেন এবং এই ঘটনায় তিনি নীরব কেনো, সেই প্রশ্ন করেন। এমনকি মিডিয়া এই ঘটনা কেনো গুরুত্ব দিয়ে প্রকাশ করছে না, সে বিষয়েও বিবৃতি দেন। আর তারপরেই তামিলনাড়ু বিজেপির রাজ্য সম্পাদক এস জি সূর্যের বিরুদ্ধে মামলা দায়ের করে তামিলনাড়ু পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে পুরসভার অবহেলার কারণে সাফাইকর্মী বাবুর মৃত্যুতে নড়েচড়ে বসেছে জাতীয় সাফাইকর্মী কমিশন। কমিশনের তরফে চেয়ারম্যান এম এ ভেঙ্কটেশনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজ্যে এসে ঘুরে গিয়েছে। বাবুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি ন্যায়বিচারের আশ্বাস দেন তাঁরা।
CLICK HERE to read the original Story