বিশেষ উৎসব চলার মাঝেই তামিলনাড়ুর বিখ্যাত মন্দির ‘চিদাম্বরম নটরাজ মন্দির’-এ ঢুকে রীতিমতো তাণ্ডব চালালো তামিলনাড়ু পুলিশ। সঙ্গে ছিল Hindu Religious and Charitable Endowments(HR & CE) দপ্তরের লোকজন। এই ঘটনায় মন্দির কমিটির লোকজন এবং ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, মন্দিরের নিয়ম অনুযায়ী আনি থিরুমাঞ্জনাম উৎসবের সময় ভক্তদের মন্দিরের ভিতরের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। এ বছর এই উৎসব ছিল ২৪শে জুন থেকে ২৭শে জুন পর্যন্ত। সেই উপলক্ষে দর্শনের সময়ে পরিবর্তন করেন পূজারীরা। কিন্তু মন্দিরের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রায় ১০০ পুলিশকর্মী এবং HR & CE দপ্তরের লোকজন মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়েন। সেই সময় মন্দিরের সেবায় নিয়োজিত ‘দিক্ষীতাররা’( পূজারী কিংবা পুরোহিত) পুলিশকে বাধা দেন।
অভিযোগ, বাধা পেয়ে পূজারীদের উপরে অত্যাচার চালায় পুলিশ। পূজারীদের প্রথমে ধাক্কাধাক্কি, পরে মারধর করা হয়। এমনকি পূজারীদের শরীরে থাকা পৈতা ছিঁড়ে ফেলে দেয় পুলিশ। তারপর জোর করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। পূজারীদের অভিযোগ, ঐতিহ্য এবং নিয়ম না মেনে এভাবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে মন্দিরটি অপবিত্র করা হয়েছে।
এমন ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো তামিলনাড়ু জুড়ে। নেটিজেনরা সরকারের মন্দির নিয়ন্ত্রক দপ্তর HR & CE- এর সমালোচনায় সরব হয়েছেন। নেটিজেনদের সমালোচনার মুখে সাফাই দিয়েছেন মন্দির নিয়ন্ত্রক দপ্তরের মন্ত্রী।
সেকর বাবু, HR & CE দপ্তরের মন্ত্রী, অভিযোগ করেন যে দীক্ষিতাররা মন্দিরের ভিতরে নিজেদের ক্ষমতা দেখাতে চাইছেন। আর সেই কারণে দর্শনের সময় বদলেছেন। আর তার জোর করে মন্দিরে প্রবেশ করতে হয়েছিল পুলিশ এবং দপ্তরের লোকজনকে।
তবে তামিলনাড়ু পুলিশ এবং সরকারের মন্দির নিয়ন্ত্রক দপ্তরের এহেন আচরনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন টি আর রমেশ। তিনি তামিলনাড়ু সরকারের এহেন আচরণকে ধর্ম বিরোধী এবং অসংবিধানিক আখ্যা দিয়েছেন।
( CLICK HERE to read the original Story)