সনাতন হিন্দু ধর্মকে নিয়ে ঘৃণ্য মন্তব্যের স্রোত চলছে তামিলনাড়ুতে। ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের পর এবার সনাতন হিন্দু ধর্ম নিয়ে ঘৃণ্য মন্তব্য করলেন ডিএমকে সাংসদ এ রাজা। বললেন, “সনাতন হিন্দু ধর্ম কুষ্ঠ ও এইডস রজার মতো।”
উল্লেখ্য, কয়েকদিন আগে ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন সনাতন হিন্দু ধর্মের বিরুদ্ধে ঘৃণ্য মন্তব্য করেন। তিনি সনাতন হিন্দু ধর্মে ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেন এবং এটিকে উৎখাত করার ডাক দেন। সেই মন্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনা ও নিন্দার মাঝে একই সুরে সনাতন হিন্দু ধর্মের বিরুদ্ধে ঘৃণ্য মন্তব্য করলেন ডিএমকে সাংসদ এ রাজা।
কেন্দ্র সরকারের চালু করা বিশ্বকর্মা প্রকল্পের বিরোধিতায় আয়োজিত এক সম্মেলনে এ রাজা বলেন, “আমি অবাক হয়েছি যে উদয়নিধি স্ট্যালিন এর বিরুদ্ধে কোমল ভাষায় বলেছে এবং ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো এটিকে খতম করার কথা বলেছে। কিন্তু এগুলো ততটা জঘন্য নয়, যতটা সনাতন হিন্দু ধর্ম। এর বিরুদ্ধে ঘৃণ্য শব্দ ব্যবহার করতে হবে। শব্দ যদি ব্যবহার করতে হয়, তবে কুষ্ঠ কিংবা এইডস রয়েছে।”
উল্লেখ্য, যে অনুষ্ঠানে এ রাজা সনাতন হিন্দু ধর্মকে নিয়ে এমন ঘৃণ্য মন্তব্য করেছেন, সেখানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কে আলাগিরি। এছাড়াও ওই অনুষ্ঠানে আই এন ডি আই এ(I. N. D. I. A) জোটের অন্যান্য দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক কে বালাকৃষ্ণান, সিপিআই-এর রাজ্য সম্পাদক মুথুরাসন প্রমুখ।