“সনাতন ধর্ম ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো, একে খতম করতে হবে”, ঘৃণাভরা মন্তব্য করলেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন



Updated: 03 September, 2023 4:30 am IST

সনাতন হিন্দু ধর্ম সম্বন্ধে ঘৃণাভরা মন্তব্য করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা ডিএমকে সরকারে মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন, ‘সনাতন ধর্ম হলো ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো। আর এই কারণে একে খতম করতে হবে। শুধুমাত্র বিরোধ করলে হবে না।’ আর তাঁর এই মন্তব্যের পরই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই উদয়নিধির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু সমালোচনার মধ্যে উদয়নিধি সাফ জানিয়েছেন যে তিনি ক্ষমা চাইবেন না, বরং আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদয়নিধির দেওয়া বক্তব্য ভাইরাল। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, “সনাতন ধর্মকে খতম করার উদ্দেশ্যে আয়োজিত এই সম্মেলনে আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মেলনের নাম ‘সনাতন ধর্মের বিরোধী’ না বলে এটিকে ‘সনাতন ধর্মকে খতম করো’ বলার জন্য আয়োজকদের অভিনন্দন।”

উদয়নিধি স্ট্যালিন বলেন, “কিছু জিনিস আছে, যেগুলোর বিরোধিতা করলে হবে, সেগুলিকে সমূলে উপড়ে ফেলতে হবে। মশা, ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনা এই সমস্তর বিরোধিতা করলে হবে না, এদেরকে খতম করতে হবে। সনাতন ধর্মও একই রকম। এর বিরোধিতা করার বদলে একে খতম করা হলো আমাদের প্রাথমিক কাজ।”

তারপরে উদয়নিধি প্রশ্ন ছুঁড়ে দেওয়ার ভঙ্গিতে বলেন, “সনাতন ধর্ম কী? সনাতন নাম সংস্কৃত থেকে এসেছে। সনাতন ধর্ম সামাজিক ন্যায় এবং সমানতার বিরোধী।”

প্রসঙ্গত, উদয়নিধি স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র এবং পুরো মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতি। রাজনীতির পাশাপাশি উদয়নিধি তামিল সিনেমার একজন অভিনেতা, প্রযোজক এবং সিনেমা ডিস্ট্রিবিউটর। তাছাড়া ডিএমকে(DMK) বিরোধী জোট I.N.D.I.A-এর অন্যতম শরিক।