দ্রাবিড়বাদী ভন্ডামি এবং হিন্দু বিরোধী ন্যারেটিভের সমালোচনা করায় তামিলনাড়ুর জনপ্রিয় চ্যানেল পলিটক(PoliTalk) বন্ধ করে দিল ইউটিউব।
ইউটিউবের চ্যানেলটি বন্ধ করার সিদ্ধান্তের পিছনের গল্পটা একটু অন্য। বেশ কিছুদিন ধরে জী টিভি(Zee TV)- তে একটি তামিল টক-শো চলছিল, যার নাম ছিল ‘তামিঝা তামিঝা’। সেই শো-টি পরিচালনা করছিলেন তামিল সিনেমা পরিচালক কারু পালানিয়াপ্পন। সেই অনুষ্ঠানে দ্রাবিড়বাদী চিন্তাভাবনা প্রচারের পাশাপাশি হিন্দু বিরোধী ন্যারেটিভের প্রচার চলছিল।
সেই অনুষ্ঠানের বিরোধিতায় ভিডিও জারি করেছিল ইউটিউব চ্যানেল পলিটক। সেইসব ভিডিওতে দ্রাবিড়বাদী মানসিকতার ভন্ডামি, হিন্দু বিরোধী চিন্তাভাবনার বিরোধিতা করা হয়েছিল। আর সেই সব ভিডিও ইউটিউবের পাশাপাশি ভাইরাল হয় অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় জী টিভি(Zee TV)-কে। দর্শকদের ক্ষোভের মুখে পড়ে শো-এর সঞ্চলককে বাতিল করতে বাধ্য হয় জী টিভি।
তারপরই ইউটিউব চ্যানেলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে জী টিভি। ইউটিউব চ্যানেলটির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন করার অভিযোগ আনে জী টিভি। জী টিভির তরফে অভিযোগ দায়ের করে AiPlex। পরপর তিনটি কপিরাইট স্ট্রাইকের মুখে পড়তে হয় ইউটিউব চানেলটিকে। আর তারপরই চ্যানেলটি বন্ধ করে দেয় ইউটিউব।
প্রসঙ্গত, কারু পালানিয়াপ্পান বামপন্থী এবং দ্রাবিড় ঘরানার। অতীতে স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকর নিয়ে তাঁর মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। এমনকি টক শো-এর আড়ালে হিন্দু বিরোধী এবং হিন্দু সমাজ ব্যবস্থা বিরোধী মানসিকতা প্রসার করার চেষ্টা চলছিল। আর সে সবের সমালোচনা করায় বন্ধ করে দেওয়া হলো ইউটিউব চ্যানেলটি।
Image Credits: The Commune
CLICK HERE to read the original Story