ডিভোর্সের জন্য আদালতে যাক মুসলিম মহিলারা, শরিয়া কাউন্সিলের সার্টিফিকেট অবৈধ: মাদ্রাজ হাইকোর্ট



Updated: 03 February, 2023 11:07 am IST

তালাক নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলো মাদ্রাজ হাইকোর্ট। স্বামীর থেকে যদি ডিভোর্স চান কোনও মুসলিম মহিলা, তবে তাকে আদালতের দ্বারস্থ হতে হবে এবং এক্ষেত্রে শরিয়া কাউন্সিলের দেওয়া সার্টিফিকেট গ্রাহ্য হবে না, সাফ জানালো মাদ্রাজ হাইকোর্ট(Madras High Court)। কোর্টের কথায়, খুলা তালাকের কোনও বৈধতা নেই।

উল্লেখ্য, মুসলিমদের শরিয়া আইন অনুযায়ী কোনও মুসলিম মহিলা যদি তাঁর স্বামীর সঙ্গে ববাহ বিচ্ছেদ করতে চান, তবে তিনি ‛খুলা তালাক’ দিতে পারেন। যেভাবে একজন মুসলিম ব্যক্তি তাঁর স্ত্রীকে তিন তালাক দেন, এক্ষেত্রে মুসলিম মহিলা তাঁর স্বামীকে খুলা তালাক দিয়ে থাকেন। তবে এক্ষেত্রে শরিয়া কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। আর এসব নিয়েই কড়া সমালোচনা করার পাশাপাশি এমন শরিয়া কাউন্সিলকে এক প্রকার অবৈধ ঘোষণা করলো মাদ্রাজ হাইকোর্ট।

মাদ্রাজ হাইকোর্ট আরও জানায় যে শরিয়া কাউন্সিল কিংবা অন্য সংস্থার বিবাহ বিচ্ছেদের সার্টিফিকেট দেওয়ার কোনও অধিকার নেই। আর এমন সার্টিফিকেট দেশের আইন অনুযায়ী অবৈধ। তাই বিবাহ বিচ্ছেদ চাইলে মুসলিম মহিলাদের উচিত আদালতের দ্বারস্থ হওয়া। সেই সঙ্গে মুসলিম মহিলাদের প্রতি আদালতের পরামর্শ, ফ্যামিলি কোর্ট কিংবা লিগ্যাল সার্ভিসেসের সাহায্য নিয়ে এমন সমস্যার সমাধান করা উচিত।

প্রসঙ্গত, স্ত্রীর দেওয়া খুলা তালাককে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এক মুসলিম ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল যে তাঁর স্ত্রী একতরফা বিবাহ বিচ্ছেদ করেছেন এবং তাঁর কোনও মতামত না শুনেই শরিয়া কাউন্সিলের তরফে তাকে বিবাহ বিচ্ছেদের নোটিস ধরানো হয়। ওই মুসলিম ব্যক্তির অভিযোগ ছিল যে তাঁর স্ত্রী তৌহিদ জামাতের সাহায্য নিয়ে তাদের শরিয়া কাউন্সিলের জারি করা সার্টিফিকেট দেয়। আর সেই মামলার শুনানিতে বিচারপতি সি সারাভানান শরিয়া কাউন্সিলের সার্টিফিকেটকে অবৈধ ঘোষণা করেন এবং বিবাহ বিচ্ছেদের জন্য ওই মুসলিম মহিলাকে আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেন।