মাদ্রাসায় শিক্ষকতার আড়ালে নাশকতার ছক কষেছিলেন ‘আলেম’ সোহেল আবুবকর। দেশের বেশ কয়েকজন হিন্দুত্ববাদী নেতা ও কর্মীকে খুন করার পরিকল্পনা করছিলেন তিনি। এক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুরো চক্রের পর্দাফাঁস করলো পুলিশ। জানা গিয়েছে, সোহেল আবুবকর গুজরাটের সুরাতের বাসিন্দা। সেখানকার এক মাদ্রাসায় পড়ানোর কাজ করতেন। ‘আলেম’ হওয়ার কারণে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কাছে বেশ শ্রদ্ধার পাত্র ছিলেন …