Sadhu murdered

বীরভূমে সাধু হত্যা: বক্রেশ্বর ধামে সমাধিস্থ ভুবন মহারাজ

ময়নাতদন্তের পরে রীতি মেনে সমাধিস্থ করা হলো ভুবন সাধু মহারাজকে। আজ রাতে বক্রেস্বর ধামে মহারাজের পার্থিব শরীরকে সমাধি করা হয়। সাধু সমাজ এবং ভক্তদের উপস্থিতিতে সমাধি প্রক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, আজ সকালে সিউড়ির শ্রী শ্রী নিম্ববাসিনি কালীমাতা আশ্রমের বাইরে একটি গাছে ভুবন সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভুবন সাধু ওই আশ্রমের প্রধান সেবায়েত ছিলেন। খবর …