© শ্রী সূর্য শেখর হালদার বাল্মীকি হলেন আদি কবি; রামায়ণের রচয়িতা। বাল্মীকি আসলে কে ছিলেন, কি তাঁর পরিচয় ? আসুন আজ আমরা দেখি ভারত বর্ষের শ্রেষ্ঠ কবি বাল্মীকির পরিচয় । কবি কৃত্তিবাসের লেখা বাংলা রামায়ণ পড়ে আমরা জেনে এসেছি, বাল্মীকি প্রথম জীবনে ছিলেন “দস্যু রত্নাকর।” এই ঘোরতর পাপী মানুষটির মুখ দিয়ে কিছুতেই রামনাম বেরোচ্ছিল না। …