Pakistan Army

বাংলাদেশের মাটিতে গণহত্যার জন্য পাকিস্তান কি কোনোদিন ক্ষমা চাইবে?

© অরুণ আনন্দ গত পাঁচ দশকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের সামান্য উন্নতি দেখা দিয়েছে। তবুও, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর ভয়াবহ অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে পাকিস্তান সরকারের অনিচ্ছা তা প্রভাবিত করে চলেছে। ১৯৭১ সালের সহিংসতা যা হাজার হাজার বাংলাদেশীর হত্যার কারণ হয়েছিল, তা বাংলাদেশীদের সম্মিলিত চেতনায় একটি অবিস্মরণীয় চিহ্ন রেখে গেছে। সেই সময়কার বাংলাদেশের জনগণের ওই ভয়াবহ নৃশংসতার বেদনাদায়ক স্মৃতি কোনো দশক বা শতাব্দী মুছে ফেলতে পারবে না। বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) সংঘাতের প্রধান অগ্রদূত হয়ে ওঠে ১৯৭০ সালের ডিসেম্বরে পাকিস্তানের প্রথম প্রত্যক্ষ সাধারণ নির্বাচনের ফলাফল। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ৩০০ সদস্যের শক্তিশালী পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসনে (যার মধ্যে সাতটি  নারী আসনসহ সংরক্ষিত) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। …