কয়েকদিন আগেই পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষনা করেছে কেন্দ্র সরকার। আর সেই তালিকায় সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবের নাম চমকে দিয়েছে অনেককেই। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হবে মুলায়ম সিং যাদবকে। আর এমন ঘোষণায় ক্ষুব্ধ দেশের তামাম রামভক্ত। এমনকি কেন্দ্রের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ রাম ও শরৎ কোঠারির দিদি পূর্ণিমা। উল্লেখ্য, অযোধ্যায় শ্রী …